আশাশুনি বিভিন্ন স্থানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জি এম মুজিবুর রহমান:

১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৫ ই্উনিয়নে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার শ্রীউলা, আনুলিয়া, খাজরা, দরগাহপুর ও কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ইপিআরসি’র সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। আর্সোনিক সেফ ইউনিয়ন প্রকল্পের অধীনে নিরাপদ পানির পরিকল্পনা, আর্সোনিক, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন, স্বাস্থ্যবিধি ও হাত ধোয়াসহ বিভিন্ন বিষয়ের উপর জন সচেতনা মূলক কাজ করা হয়। সারা বিশ্ব যখন করোনা ভাইরাস প্রতিরোধে হিমসিম খাচ্ছে। ঠিক তখনই ইপিআরসি জনসচেতনতায় ব্যাস্ত। ” সকলের হাত সুরক্ষিত থাক” এই শ্লোগানকে সামনে রেখে এসব ইউনিয়নে নারী পুরুষ ও শিশুদের নিয়ে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া ও সাবান ণকরা হয়। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইউনিসেফের খুলনা বিভাগের ওয়াশ অফিসার নাহিদ মাহমুদ, ইপিআরসি এরিয়া কো-অডিনেটর আহসান কবির, ট্রেনিং অফিসার সুমন খান, মনিটরিং অফিসার রাশেদুল আলম রাশেদ, ইউনিয়ন সুপারভাইজার আব্দুর রশিদ, রায়হান উদ্দিন প্রমুখ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)