শারদীয় দুর্গা পূজা ২০২০ উপলক্ষে বরাদ্ধকৃত জিআর সদর উপজেলার পুজামন্ডপ সমূহে বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গা পূজা ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন সাতক্ষীরা হতে বরাদ্ধকৃত জিআর সদর উপজেলার পুজামন্ডপ সমূহে বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশে অনেক বর্ণাঢ্য ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। করোনাকালীন সময়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দূর্গোৎসব পালন করতে হবে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশা পাশি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ৯৭টি পুজা মন্ডপের জন্য পুজা মন্ডপ প্রতি জিআর চাল ৫০০ কেজি করে মোট ৪৮ মেঃ টন ৫০০ কেজি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি রামপদ দাস, সাধারণ সম্পাদক অসীম কুমার দাস সোনা, গৌর চন্দ্র দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, সমীর কুমার বসু প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান স ালনা করেন অধ্যক্ষ শিবপদ গাইন।