তালায় নারী,শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
জহর হাসান সাগর :
“সারাদেশে নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ প্রতিরোধ কার্যকর রাষ্ট্রীয় ও সমাজিক উদ্যোগ চাই” দাবিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলা সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১১অক্টোবর) সকাল ১০ টায় ডাকবাংলো চত্বরে মানববন্ধন ও প্রতাবাদ সভায় সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন’র সভাপতিত্বে ও এসএম হাসান আলী বাচ্চু,র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ী,সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান,স¦দেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত,শারির বিঞ্চু দাশ,শান্তানু কুমার দাশ,সাংবাদিক শেখ আব্দুস সালাম, উপজেলা সুনামের শেখ বাবু,শাহানাজ পারভীন,জহর হাসান সাগর,শেখ ফয়সাল প্রমুখ।
অন্যানোর মধ্য তামান্না খাতুন,তহমিনা আক্তার,কেয়া,শারমিন আক্তার সুমি,ইকরামুল ইসলাম,মনিরুল ইসলাম,রবিউল,জয়দেব কুমার দাশ,জাকারিয়া সবুজ সহ এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: