আশাশুনির সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্তদের সবধরণের সহযোগিতা দিচ্ছে সরকার – চেয়ারম্যান নজরুল ইসলাম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, আমরা আত্মমানবতার সেবায় নিয়োজিত থেকে জেলার মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আজ আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নের পানিবন্দি মানুষের পাশে থেকে তাদেরকে আর্থিক সহায়তা ও সবজি বীজ বিতরণ করা হচ্ছে।
আগামীতেও এই অ লের মানুষের কল্যাণার্থে আমরা কাজ করে যাব এবং দুস্থ অসহায় মানুষ যাতে আরও বেশি সুযোগ-সুবিধা পায় সেব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমরা ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা ও প্রয়োজনীয় তরিতরকারি নিজেরাই উৎপাদন করতে পারে সেজন্য সবজি বীজ সহায়তা প্রদান করছি। শ্রীউলা ইউনিয়নের দু’শত ও প্রতাপনগর ইউনিয়নে দু’শত সুফলভোগী পরিবারের মাঝে প্রত্যেককে ৪ হাজার ৫০০ টাকা ও সবজি বীজ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জন কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি সকল মানুষের চিন্তা করে থাকেন। আশাশুনির প্লাবিত মানুষের সবধরণের সহযোগিতা দিয়েছে সরকার। সহযোগিতা এখনো অব্যাহত আছে। টেকসই বাঁধ নির্মানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দুঃখ দুর্দশা লাঘবে যা কিছু করনীয় তাই করা হবে। এজন্য আওয়ামীলীগ
সরকারের কার্যক্রমকে অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে সমর্থন কামনা করেন।
বৃহস্পতিবার সকালে আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ¦ নজরুল ইসলাম উপরোক্ত কথা বলেন। আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। আওয়ামীলীগ নেতা শেখ হারুন আর রশিদের স ালনায় অনুষ্ঠানে উপ-পরিচালক এস এম আক্তার হোসেন, শেখ তৌহিদুর রহমান ডাবলু, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, জেলা পরিষদ সদস্য মোঃ মহিতুর রহমান ও মোঃ আব্দুল হাকিম প্রমূখ উপস্থিত ছিলেন।