শ্যামনগরে নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও শপথ গ্রহণ
বিশেষ প্রতিনিধিঃ
সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ইভটিজিং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শ্যামনগরের নারী সংগঠন গুলো সোচ্চার হয়ে উঠেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর জলবায়ু পরিষদের উদ্যোগে নকশি কাঁথা , প্রগতিও স্থানীয় নারী সংগঠনের নিজস্ব উদ্যোগে পদযাতায় সামিল হয়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ , নারীর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে শ্যামনগরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও শপথ বাক্য পাঠ এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নকশিকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। সিএসআরএল এর ফিল্ড কর্মকর্তা পীযূষ বাউলিয়া পিন্টু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তির দাবী জানিয়ে শপথ বাক্য পাঠ করেন, শ্যামনগর জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান শাহানা হামিদ। মানববন্ধন অনুষ্ঠিত বিভিন্ন স্কুল,কলেজ ছাত্র-ছাত্রী নকশিকাঁথা ও জলবায়ু সদস্য ও ভলেন্টিয়ার্স অংশগ্রহণ করেন।
Please follow and like us: