রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

ডেস্ক নিউজ:

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত রোহিঙ্গা।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। এরই ধারাবাহিকতা ৪ ও ৫ অক্টোবর তিন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে ৯ রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে।

সামছুদ্দৌজা আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-১ এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলমান রয়েছে। তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন যৌথ বাহিনীর সদস্যরা।

কক্সবাজারের অ্যাডিশনাল এসপি মো. রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের গলাকাটা ও অপর তিনজন গুলিবিদ্ধ। এ ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)