মাশরাফীর জন্মদিনে মুশফিকের শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক:
আজ (৫ অক্টোবর) জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন। ৩৭ পেরিয়ে আটত্রিশে পা দিলেন সাবেক টাইগার অধিনায়ক। বিশেষ এই দিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। সেখানে তিনি লিখেছেন, শুভ জন্মদিন ম্যাশ, লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরনা।
মিস্টার ডিপেন্ডেবল আরো লেখেন, মাঠ ও মাঠের বাইরে একজন রোল মডেল হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো কিংবদন্তির জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
লাল সবুজের জার্সি গায়ে ৩৬ টেস্টের ৫১ ইনিংসে ৭৯ উইকেট, ২২০ ওয়ানডে ম্যাচে ২৭০ উইকেট ও টি-টোয়েন্টিতে ৫৩ ইনিংসে ৪২ উইকেট শিকার করেছেন মাশরাফী। এছাড়া ব্যাট হাতে তিন ফরম্যাট মিলিয়ে করেছেন ২৯৬১ রান।
Please follow and like us: