‘প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা করা যাবে না’
অনলাইন ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের সময় কোনো শোভাযাত্রা করা যাবে না। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়-
১. পূজা মণ্ডপে প্রবেশের সময় করোনার প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাক্স বাধ্যতামূলক করতে হবে।
২. পূজা মণ্ডপ সংখ্যা যথাসম্ভব কমিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। দেশব্যাপী সার্বজনীন পূজা কমিটির নেতারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
৩. আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা মোকাবেলায় মোবাইল ডিউটিতে থাকবে।
৪. পূজা মণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেল এ লাইভ প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
৫. প্রতিমা বিসর্জন কালে কোন শোভাযাত্রা করা যাবে না ।
৬. ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে।
৭. জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।
৮. করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।
৯. পূজা মণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসনের ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবেন।
১০. জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।