কুলিয়ায় কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার কুলিয়ায় কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই হুমায়ুন কবির, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই সুজিত বিশ্বাস, এএসআই রশিদুল ইসলামসহ কুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের পুলিশিং ফোরামের কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেবহাটা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিং ফোরামের পাশাপাশি সকল শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওসি বিপ্লব কুমার সাহা।