আইপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগ
স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিং হয় এটা বহুল চর্চিত অভিযোগ। তবে বাস্তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইপিএলের গত কয়েকটি আসর শেষ হয়েছে ফিক্সিং বিতর্ক ছাড়াই। তবে চলতি আসরের প্রথমার্ধেই এক ক্রিকেটার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটের কাছে লিখিত অভিযোগ করেছেন সেই ক্রিকেটার।
অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নেমেছে দুর্নীতি দমন ইউনিট। করোনা পরিস্থিতির কারণ আরব আমিরাতে দর্শকশূন্য মাঠে জৈব সুরক্ষিত পরিবেশে আইপিএল আয়োজন করা হচ্ছে। তাই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা, ক্রিকেটার এবং বিসিসিআই কর্মকর্তা ছাড়া আর কেউ মাঠে ঢুকতে পারছেন না। ফলে বিসিসিআই আগেই ধারণা দিয়েছিল, ক্রিকেটারদের অনলাইনে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের এক কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ ঘটনা সত্য। আমাদের কাছে একজন ক্রিকেটার এমন অভিযোগ করেছে। এখন আমরা তাকে ট্র্যাক করছি। হয়তো কিছুটা সময় লাগবে।’
দুর্নীতি দমন কমিশনের নিয়মানুযায়ী, প্রস্তাব পাওয়া ক্রিকেটারের পরিচয় গোপন রাখা হয়েছে। ফলে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া ক্রিকেটার ভারতীয় নাকি অন্য দেশের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই বিষয়ে ক্রিকেটারদের আগেই সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘ভারতীয় কিংবা বিদেশি এমনকি যারা খেলছেন না তাদের সবাইকেই আমরা বেশ কিছু দুর্নীতি বিরোধী ক্লাস করিয়েছি। ভালো ব্যাপার হচ্ছে যাকে প্রস্তাব দেয়া হয়েছে সে সঙ্গে সঙ্গেই আমাদের বিষয়টি জানিয়েছে। সব ক্রিকেটার, এমনকি যারা অনূর্ধ্ব-১৯ দল থেকে এসেছে তারাও বর্তমানে ফিক্সিংয়ের বিষয়ে বেশ সচেতন।’