ভারতে গণধর্ষণে আরও এক দলিত তরুণীর মৃত্যু
অনলাইন ডেস্ক :
হাথরসের পর গণধর্ষণের জেরে আরও এক দলিত নারীর মৃত্যুর ঘটনা ঘটলো ভারতের উত্তরপ্রদেশে। এই ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানান, উত্তর প্রদেশের বলরামপুরের ২২ বছর বয়সী ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তরুণীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার কাজ থেকে আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি তার। ধর্ষণের পর অজ্ঞান অবস্থাতেই তাকে রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়। ওই নারীর পা ও স্পাইনাল কর্ড ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন তার স্বজনেরা।
ওই তরুণীর মায়ের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণের আগে কোনও ইঞ্জেকশন দেওয়া হয়েছিল।
এদিকে ভারতজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাথরস নামের আরেক দলিত তরুণীর মৃত্যু । জানা গেছে, গণধর্ষণের শিকার ওই তরুণীর মরদেহ পরিবারকে না দিয়ে রাতারাতি সৎকার করে পুলিশ। উচ্চবর্ণের চার ব্যক্তির বিরুদ্ধে হাথরসকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতে উত্তর প্রদেশের আদিত্যনাথ সরকার হাথরসের পরিবারের জন্য পঁচিশ লাখ রুপি অনুদান ঘোষণা করেছে।
সূত্র-ইত্তেফাক