আশাশুনি হাসপাতালে উত্তরণের করোনা বিষয়ক সভা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে কোভিট-১৯ প্রতিরোধ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। উপজেলা ভূমি কমিটির সধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ^াস, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান, উত্তরণ সেন্ট্রাল শাখা ব্যবস্থাপক সেলিম আহমেদ, সহকারী সমন্বয়কারী বিলকিস খাতুন, স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূমি কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ আলোচনা রাখেন।