মাস্ক নকলকারী জেএমআই চেয়ারম্যান গ্রেফতার
করোনাভাইরাস মহামারির মধ্যে নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করার ঘটনায় জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সেগুনবাগিচা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে দুদক কার্যালয়ে নেয়া হয়েছে।
করোনা শুরুর পর মার্চের শেষ ভাগে কেন্দ্রীয় ঔষধাগার থেকে বিভিন্ন হাসপাতালে যেসব মাস্ক পাঠানো হয়, তার প্যাকেটে ‘এন-৯৫’ লেখা থাকলেও ভেতরে ছিল সাধারণ সার্জিক্যাল মাস্ক।
রাজধানীর হাসপাতালগুলোতেও ভুল মাস্ক সরবরাহে নাম আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের। এ ঘটনায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
এর আগে গত ১ জুলাই সংশ্লিষ্ট নথিপত্রসহ তাকে দুদকের প্রধান কার্যালয়ে আসতে নোটিশ দিয়েছিল দুদকের এই অনুসন্ধান দল।