মাদককাণ্ডে বাজেয়াপ্ত হলো চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড
বিনোদন ডেস্ক :
ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বলিউডে মাদকযোগের জট ছাড়াতে কঠোর পরিশ্রম করছেন। এই তদন্তে ছাড় পাচ্ছেন না অভিনেতা থেকে শুরু করে পরিচালক পর্যন্ত। দীপিকা, সারা, রাকুল, শ্রদ্ধার মতো প্রথম সারির অভিনেত্রীকে এই মাদককাণ্ডে জড়িত থাকা সন্দেহে জেরা করা হয়েছে।
যদিও লম্বা সময় জিজ্ঞাসাবাদের পর এই চার অভিনেত্রীর প্রত্যেকেই দাবি করেছেন, তারা কোনোদিনই মাদক নেননি। তদন্তের স্বার্থে চারজনেরই ফোন পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে এনসিবির তদন্ত এবার গিয়ে পৌঁছেছে এই নায়িকাদের আর্থিক সঞ্চয়েও।
সূত্রে খবর, এই চার অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও খতিয়ে দেখবে ভারতের তদন্তকারী এই সংস্থা। ইতোমধ্যেই তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকার লেনদেন খতিয়ে দেখা হয়েছে। মূলত কোনো মাদক বিক্রেতার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে কিনা, তা দেখার জন্যই এই পদক্ষেপ।