ডুমুরিয়া ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত ও পথশিশুদের খাদ্য বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২০) ডুমুরিয়া উপজেলা সদরে সকাল ১১টায় খান আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। অন্যান্যের মধ্যে আরও উপস্হিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেহেদী হাসান রাজা, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা,খুলনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাধন হালদার, উপঃদপ্তর সম্পাদক আক্তারুল আলম সুমন, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস, কাজী ফাহাদ হোসেন, আরিফুজ্জামান নয়ন, ছাত্রলীগ নেতা উত্তম কুমার বিশ্বাস, মহিনুর রহমান মুন্না,সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Please follow and like us: