চুকনগর মালিহা হক পাবলিক স্কুল পরিচালক মিঠুর মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
আব্দুর রশীদ বাচ্চু:
চুকনগরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মালিহা হক পাবলিক স্কুলের পরিচালক মোস্তাক আহম্মেদ মিঠু ভাই ও তার সহধর্মিনী চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষকা শামিমা শিরিন মিলু আপার আদরের কলিজার টুকরা নয়নের মনি, তাদের পরিবারের বেঁচে থাকার এক মাত্র অবলম্বন মেহজাবিন ( ৭) গতকাল রাত সাড়ে ৮টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ————- ইলাহি রাজিউন)।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২০)মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭ বছর। রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। সাথে সাথে অক্সিজেন ব্যাবস্হা করলে মেহজাবিন বলে বাবা-আম্মু আমার অক্সিজেন লাগবে না। তোমরা আআমার জন্য কান্না করবে না। আর আব্বুর চোখে যেন পানি না আসে আম্মু। তোমরা আমার জন্য কাঁদবে না। এ ভাবেই কথা গুলো বলে সবার অজান্তে চলে গেলেন না ফেরার দেশে।
আজ মঙ্গলবার সকাল ৮ টায় চুকনগর মালিহা হক পাবলিক স্কুল মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়ি ধামালিয়া ইউনিয়নের বরুনা (বর্ণি) গ্রামে তার ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এবং মরহুমার লাশ পারিবারিক কবরস্হানে দাফন করা হয়। দাফন শেষে সকলে তার রুহের আত্মার গফেরাত কামনা করে দোয়া করা হয়।
তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us: