সুন্দরবনের অভয়ারন্য এলাকা থেকে নৌকা সহ জেলে আটক
আশিকুজ্জামান লিমন :
গত রোববার বিকালে গহীন সুন্দরবনের লটাবেকি এলাকা থেকে মাছধরা ২ টা নৌকা ও ৫ জেলে সহ- মাছ ধরা সরঞ্জাম আটক করেছে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা (ফরেস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নৌকা সহ জেলেদের আটক করা সম্ভব হয়েছে বলে জানান বনবিভাগের সদস্যরা আটককৃত জেলেরা হলো, সোনা খালী (শ্যামনগর) এলাকার আকবার আলীর ছেলে আনছার আলী (৪০} বংশিপুর মমিন গাজীর ছেলে আজগার গাজী(৩৬) সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর {৩৬) আফসার আলীর ছেলে মোঃ জামাল হোসেন (৩০) আকবার আলীর ছেলে আকরাম গাজী(৪৫) পলাতক আসামী সহারাব গাইননের ছেলে নজরুল ইসলাম পাইশ্বামারী শ্যামনগর।
আটক কৃত জেলেদের রোববার সকালে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন র্কমর্কতা সুলতান আহমেদ। তিনি আরো বলে সুন্দরবনে নিষিদ্ধ এলাকায় মাছ ধরা অবস্থায় তাদের কে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম ও নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীর সদস্যরা। জব্দ তালিকার নোট বহির পাতা নং ১৬৪/১৪৬৮ জব্দ কৃত মালামাল নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ীতে হেফাজত আছে। ধৃত আসামীদের বন আইনের মামলা নং 26(1) ও 26(1a)(f) ধারা মোতাবেক জেল হাজতে পাঠানো হলো। তাছাড়া জব্দ কৃত মাছ ৪০ কেজি আদালতে পাঠানো হয়েছে বলে জানাই মামলার বাদি নুর আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরবন নোটাবেকি ফরেস্ট টহল ফাঁড়ী।
Please follow and like us: