সাতক্ষীরা আওয়ামীলীগের সভাপতি প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষীকি ও আওয়ামী তরুন লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় আলোচনা সভা ও কেক কেটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষীকি ও তরুণ লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী তরুণ লীগ।
সোমবার ২৮শে সেপ্টম্বর বাংলাদেশ আওয়ামী তরুন লীগের আয়োজনে শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে কেক কাটেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী তরুণ লীগের সাধারন সম্পাদক জি এম শফিউল্লাহ।
এ সময় জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি মোঃ শাহানুর ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোঃ আসাদুল হক আসাদ।এ ছাড়া বক্তব্য রাখেন মোঃ মনিরুল ইসলাম শিবলু, মোঃ মুকুল আহমেদ, মোঃ আব্দুল আলিম গাজী, মোঃ নাজমুল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ মনিরুজ্জামান মামুন, মোঃ আনিকুল ইসলাম, মোঃ মোস্তফা জামান সহ আওয়ামী তরুণ লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।