সাতক্ষীরায় কৃষকলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কাটিয়াস্থ জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি শামসুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ্ মো. আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদিপ চন্দ্র বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ মো. ছাইরুদ্দীন, ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শফিউদ্দিন ময়না, জুম্মান আলী সরদার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন।