প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে”মা”ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ
ফয়জুল হক বাবু :
প্রধান মন্ত্রীর জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিনামুল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ‘মা’ ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ মাক্স বিতরণ করা হয়।
ডিবি ইউনাইটেড হাইস্কলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্রহ্মরাজপুর বিভিন্ন মসজিদের ঈমামদের হাতে মাক্স তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডি বি ইউনাইটেড হাইস্কুলের সভাপতি এস এম শহিদুল ইসলাম, ডি,বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আ:সোবহান, ডি বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুতশাহী সদস্য শেখ আ: আহাদ, সমাজ সেবক লোকমান হোসেন, আলহাজ্ব মোঃ বারী সরদারসহ বিভিন্ন মসজিদে ঈমামগন।