কুলিয়া আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপন, কেঁক কাটা, গাছের চারা বিতরণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় এসকল কর্মসূচী পালিত হয়। এসময় কুলিয়া ইউনিয়নের কামটপাড়া এলাকা থেকে নুনেখোলা পর্যন্ত রাস্তার পাশে হাজারটি কেওড়া ও কদবেলের চারা রোপন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং সবশেষে কুলিয়া শহীদ মিনার চত্বরে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেঁক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. সম গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র, যুবলীগের ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন, ছাত্রনেতা নিশান, ইমরান হোসেন প্রমুখ।