আশাশুনিতে ব্যারাক হাউজের চাবী হস্তান্তর করলেন জনপ্রশাসন সচিব
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার আনুলিয়ার আশ্রয়ন প্রকল্পের ব্যারাক হাউজের চাবী হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব এচাবি হস্তান্তর করেন।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর আশ্রয়ন কেন্দ্রে নির্মীত ব্যারাক হাউজের চাবী বসবাসকারীদের মাঝে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়, গদাইপুর মৌলভী আব্দুল লতিফ কলেজ চত্বরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যারাক হাউজে বসবাসের জন্য নির্বাচিত ব্যক্তিদের মাঝে চাবি হস্তান্তর করেন, জন প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহাসিন, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, বন্যা প্রবন ও নদী ভাঙ্গন এলাকার জন্য আশ্রয় কেন্দ্র নির্মান (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিঃ সচিব) ইউসুফ আলী, এডিশনাল এসপি শেখ ইয়াছিন আলি, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, ওসি গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।