বিশ্ব স্বাস্থ্য সংস্থা:ভ্যাকসিন পাবার আগেই করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াতে পারে
অনলাইন ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
শুক্রবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘের জরুরি কর্মসূচির প্রধান ডা. মাইক রায়ান।
তিনি জানান, কার্যকরভাবে কোনো ভ্যাকসিনের ব্যাপক ব্যবহারের আগেই এ সংখ্যা ২০ লাখে পৌঁছাতে পারে। মহামারিটি রোধে একযোগে ব্যবস্থা নেয়া না হলে এই সংখ্যা আরো বেশি হতে পারে বলেও জানান তিনি।
চীনে করোনাভাইরাস (কোভিড-১৯) আবিষ্কার হওয়ার পর প্রায় নয় মাসে এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছে উল্লেখ করে ডা. মাইক বলেন, “আমরা যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করি তবে আপনি যে সংখ্যা সম্পর্কে কথা বলছেন তা কেবল কল্পনাযোগ্যই নয়, তবে দুর্ভাগ্যজনকভাবে এবং দু:খের বিষয় যে এটি অবশ্যম্ভাবী।”
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে তিন কোটি সাড়ে ২৭ লাখের বেশি মানুষ।
এদিকে গত কয়েকদিনে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ বা দ্বিতীয় দফা সংক্রমণ। ইউরোপসহ পৃথিবীর অনেক দেশে শীত পড়া শুরু করেছে। সেসব দেশে করোনার সংক্রমণও বেড়ে চলেছে। অনেক দেশ নতুন করে গোটা দেশ লকডাউন করে দেয়ার কথা ভাবছে।
ইউরোপ প্রসঙ্গে ডা. মাইক রায়ান বলছেন, ‘আমরা দেখছি, একটা বিরাট অঞ্চলজুড়ে করোনার সংক্রমণ বাড়ছে। এটি আমাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে।’