চতুর্থবারের মতো বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদি
আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় নাম উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্বের অন্যতম জনপ্রিয় টাইম ম্যাগাজিন প্রতিবছরই বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করে। এ বছর এতে স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
এছাড়াও ওই তালিকায় স্থান পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেনশিয়াল পদপ্রার্থী জো বাইডেন, কমলা হ্যারিস, জার্মানির চান্সেলর আঞ্জেলা মের্কেল, শি জিনপিং।
তবে, নরেন্দ্র মোদির নাম ম্যাগাজিন ‘টাইম’-এর ১০০ জন সেরা প্রভাবশালী ব্যক্তির তালিকায় বিবেচিত হওয়া নতুন নয়। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে চতুর্থবারের মত তার নাম সেই তালিকায় উঠেছে।
বিশ্বের সেরা একশ-তে স্থান পেলেও টাইম ম্যাগাজি প্রধানমন্ত্রী মোদিকে যে খুব উদার প্রসংশাপত্র দিয়েছে তা নয়। প্রধানমন্ত্রী মোদির বিষয়ে টাইম ম্যাগাজিন লেখে, অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন ভারতে। তাদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায় থেকে এসেছেন। কিন্তু মোদি আমলে মনে হয়েছে আর কেউ যেন তার ধারে কাছে নেই।
উল্লেখ্য, ভারতের রাজনৈতিক আঙিনা থেকে একমাত্র প্রধানমন্ত্রী মোদিই এই তালিকায় স্থান করে নিয়েছেন।