তালায় শিশু পাচার প্রতিরোধে দুইদিনের কর্মশালার উদ্বোধন
জহর হাসান সাগর :
শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভূক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুইদিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালার উদ্বোধন হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলা পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
ইনসিডিন বাংলাদেশ আয়োজিত উক্ত কর্মশালায় তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সভাপতিত্বে ইনসিডিন বাংলাদেশের প্রতিনিধি মোঃ সাকিবুর রহমানের সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ
(ওসি তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন,অধ্যাপক অচিন্ত্য সাহা, প্রভাষক সুতপা রাহা টুম্পা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ।
Please follow and like us: