অবশেষে সেই আলোচিত মোস্তাফিজকে তালাক দিলেন এ্যাড. মিলি
মোমিনুর রহমান:
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামিনে মুক্তির পরপরই আলোচিত বেস্ট টিম সাতক্ষীরার সেই কথিত এডমিন চিহ্নিত মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ওরফে বস পাগলকে তালাক দিয়েছেন ওই বেস্ট টিমেরই আহ্বায়ক এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাটিয়া মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্টারের কার্যালয় থেকে দাম্পত্য কলহের কারনে বিরোধ, অশান্তি, অত্যাচার, নির্যাতন, স্ত্রী হিসেবে ভরন পোষন ও স্ত্রীর মর্যাদা না দেয়া এবং অন্য স্ত্রী থাকাকে কারন দেখিয়ে এ্যাড শাহনওয়াজ পারভীন মিলি কাবিননামার ১৮ নং ক্রমিকের শর্ত মোতাবেক মোস্তাফিজুর রহমানকে তালাক তাউফিজ প্রদানের মাধ্যমে স্বাক্ষী এসএম কামরুজ্জামান ও এ্যাড সেলিনা আকতার শেলি’র উপস্থিতিতে তালাক নামায় স্বাক্ষর করেন।
একইসাথে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭/৮ ধারা মতে তালাক নামার কপি রেজিষ্টার্ড ডাকযোগে তালাকপ্রাপ্ত মোস্তাফিজ ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রেরন করেন।
কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।