আশাশুনিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্ম সংস্থান প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সংস্থার পরিচালক জয়ন্তি রানী দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সদর স ম সেলিম রেজা মিলন, বুধহাটা ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, শোভনালী প্রভাষক ম মোনায়েম হোসেন প্রমুখ। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সংস্থার কার্যক্রম ও পরিচিতি তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর চায়না রানী দাশ। ৩০ জন অংশগ্রহনকারীর উপস্থিতিতে অনুষ্ঠানে সংস্থার এফও মার্ক সরকার ও রীতা মল্লিক উপস্থিত ছিলেন।