করোনায় বৃদ্ধাশ্রমে ভিবিডি সাতক্ষীরা’র অন্যরকম আয়োজন
স্টাফ রিপোর্টার:
করোনা মহামারিতে কেমনআছেন বৃদ্ধাশ্রমের বৃৃদ্ধ বাবা-মা আপনের চেয়ে পর ভাল আর পরের চেয়ে বৃদ্ধাশ্রম। কঠিন এইবাস্তবতাকে মেনে অনেক বৃদ্ধ বাবা-মা আশ্রয় নেন সেখানে। চলমান করোনা মহামারির সময়কেমন আছেন বৃদ্ধাশ্রমে থাকা সেই সকল বাবা-মা? এই পরিস্থিতিতে সব থেকে ঝুকিতে আছেনপ্রবীন এই মানুষেরা। চলমান মহামারিতে কেমন আছেন পিতা-মাতা এই প্রতিপাদ্য নিয়ে শনিবারশহরের উত্তর কাটিয়া এলাকায় বেসরকারি সংস্থা ‘আরা’ পরিচালিত ‘প্রবীন আবাসন কেন্দ্রবৃদ্ধাশ্রমে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা’র সদস্যরা সেখানে থাকাপিতা-মাতাদের খোজ খবর নেন। বৃৃদ্ধাশ্রমে থাকা এসব পিতা-মাতাদের নিয়ে সারাদিন আয়োজনকরা হয় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের। অনুষ্ঠানশেষে তাদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রীবিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাবলিকরিলেশন অফিসার, আসিফ হাসান ফাহিম, সহ-সভাপতি মুশফিক শাহরিয়ার, সি এম মো.হোসেন আলী, ইব্রাহিম খলিল, জুবায়েরআরিয়ান, রাছিফ প্রমুখ। ভিবিডি সাতক্ষীরা’র সদস্যরা বলেন আমাদের দেশে অনেকের বৃদ্ধবয়সটা ভয়ঙ্কর রকমের নিঃসঙ্গ ও পরনির্ভশীল থাকে। একাকিত্বের সংজ্ঞা তাদের থেকে ভালো আরকেউ জানে না। আমরা বৃদ্ধাশ্রম চাই না। প্রতিটি মানুষের শেষ জীবন তার পরিবারের সঙ্গেআনন্দে কাটুক এটাই আমাদের চাওয়া।
Please follow and like us: