মারা গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা
বিনোদন ডেস্ক :
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস। অপু বিশ্বাসের সহকারী সজল এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি ব্রেইন স্টোক করায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তার মাকে। দায়িত্বরত চিকিৎসক জানান তার ফুসফুসে পানি জমেছে। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।
অপু বিশ্বাসের সহযোগী সজল জানান, অপু বিশ্বাসের মায়ের মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অপু বিশ্বাসের বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। অপু তাদের মধ্যে সবার ছোট। তার মা তার সাথে বাস করতেন।
Please follow and like us: