ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে করোনাভাইরাস সংক্রমণের গতি যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে। দেশটিতে এরইমধ্যে করোনা সংক্রমণ ৪৫ লাখ ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৯৬ হাজার ৫৫১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন। একইদিনে মৃত্যু হয়েছে এক হাজার ২০৯ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজারের বেশি মানুষের। মৃত্যুর হার ১ দশমিক ৬ শতাংশ।
দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯০ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৮২ জন মানুষের।
দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ৫ লাখ ৩৭ হাজারের অধিক মানুষ। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ৪ হাজার ৭০২ জনের। তিনে থাকা তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁই ছুঁই। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজারের বেশি। চারে থাকা কর্ণাটকে করোনার ভুক্তভোগী ৪ লাখ ৩০ হাজারের অধিক মানুষ। যেখানে প্রাণহানি ৬ হাজার ৯৩৭ জনে ঠেকেছে। আর রাজধানী দিল্লিতে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২ লাখের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৬৬ জন। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট।
সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই। অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় বাজার-হাট, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
তবে গত কয়েকদিনে ইতিবাচক দিক হলো দেশটিতে করোনায় সুস্থতার হার বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। সুস্থ হওয়ার হার ৭৭ দশমিক ৭৬ শতাংশ।
উল্লেখ্য, ভারতে এক লাখ করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছতে ১১০ দিন সময় লেগেছিল। কিন্তু দ্রুত গতিতে সংক্রমণ বেড়ে চলায় ২২৫ দিনেই আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়ে গেছে।