বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা আর নেই
নিউজ ডেস্ক:
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা (বীর মাতা) মালেকা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মালেকা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি কিডনিতে সমস্যা, রক্তশূন্যতা ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য গত ২০ আগস্ট বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা কামালের মাকে উন্নতির চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকার সিএমএইচে আনা হয়।
Please follow and like us: