দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৯ আসামি আটক
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৯ আসামিকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ।সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় সোমবার ও মঙ্গলবার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নারী শিশু ২০৯/২০ মামলার আসামী সুবর্ণবাদ গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী আশুরা খাতুন, একই এলাকার নেহাল উদ্দীনের স্ত্রী আলেয়া খাতুন, মৃত মাদার সরদারের ছেলে দবীর উদ্দীন, বাবর আলীর ছেলে শাহিনুর রহমান, বাবর আলী মোল্যার ছেলে সাইফুল ইসলাম, সিসি-১০৬/১৩ মামলার আসামী নাজিরের ঘের এলাকার মৃত আজগর আলী সরদারের ছেলে সোবহান সরদার, জিআর-১/২০ মামলার আসামী জগন্নাথপুর গ্রামের ছবুর সরদারের ছেলে সুজন সরদার, এনজিআর-৬২/১৮ মামলার আসামী সখিপুর গ্রামের আবুল কালামের ছেলে শরিফুল ইসলাম এবং সিআর-৫৩/০৯ মামলার আসামী পারুলিয়া গ্রামের গহর আলীর ছেলে আছের আলী।
দেবহাটা থানার এসই এসআই নয়ন চৌধুরী, আবু হানিফ, মিজানুর রহমান, আসিফ মাহমুদ, এএসআই সোহেল রানা, রশিদুল ইসলাম, পূর্ণ নন্দ, মোজাম্মেল পৃথক পৃথক অভিযান চালিয়ে এসকল আসামীদের আটক করেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিজ্ঞ আদালতের বিচারকার্য পরিচালনা সহজ করতে নিয়মিত অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার পরবর্তী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।