আশাশুনিতে পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইন শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:
(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ তামাক বিরোধী জোট-ঢাকা এবং আশাশুনি ইজিবাইক মালিক সমবায় সমিতির সহযোগিতায় বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান মৌমাছি’র বাস্থবায়নে পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইন ৭০টি ইজিবাইকে স্থাপন করা হয়।
অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ।পরোক্ষ ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুৎসাহিত এবং ধূমপানমুক্ত স্থান নিশ্চিতকরণের জন্য আইনে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানমুক্ত সাইন স্থাপন ও নোটিশ বাধ্যতামূলক করা হয়েছে।বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী শুধু পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন হিসেবে তালিকাভুক্ত স্থানে ধূমপান নিষিদ্ধ। অথচ তামাক কোম্পানিগুলো নিজেরা এবং তাদের সুবিধাভোগীদের মাধ্যমে ‘প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ’ বলে প্রচার করে প্রচলিত আইনকে হেয় করে, যাতে পাবলিক প্লেস ও পরিবহন ধূমপানমুক্ত করার উদ্দেশ্য সফল হতে না পারে।আইনে পাবলিক পরিবহন বলতে বোঝানো হয়েছে- মোটর গাড়ি, বাস, রেলগাড়ি, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সকল প্রকার জন-যানবাহন, উড়োজাহাজ কিংবা সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে নির্দিষ্ট করা বা ঘোষিত অন্য যে কোনো যানকে বোঝানো হয়েছে। এসময় মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড়, আশাশুনি ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মো: আমিরুল ইসলাম,সহ সভাপতি মো: মইউর ইসলাম ,সাধারণ সম্পাদক সুদেব চন্দ্র মন্ডল,মো:জাহাঙ্গীর আলম,গ্রীণ টার্চ নির্বাহী পরিচালক পলাশ স্বর্ণকার প্রমূখ উপস্থিত ছিলেন
Please follow and like us: