আজ টিভি নাট্যকর্মী কর্ণ বিশ্বাস কেডি’র শুভ জন্মদিন
নিজস্ব প্রতিনিধি:
আজ টিভি নাট্যকর্মী কর্ণ বিশ্বাস কেডি’র শুভ জন্মদিন। আজ টিভি নাট্যকর্মী কর্ণ বিশ্বাস কেডি’র শুভ জন্মদিন। ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন মহিষাডাঙ্গা গ্রামে বিশ্বাস বাড়ীর এক হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা কৃষ্ণ বিশ্বাস ও মাতা ঝর্ণা বিশ্বাস। সে পিতা- মাতার একমাত্র পুত্র সন্তান। ছোট বেলা থেকে বিভিন্ন সামাজিক সংগঠনে ও মঞ্চ নাটকের মধ্যদিয়ে তার পথচলা শুরু হয়। তার মধ্যে বাল্য বিবাহ, শিশু পাচার, যৌতুক ইত্যাদি নাটকে অভিনয় করে। সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রযোজনায় ও মুছা করিমের পরিচালনায় জাগো জনতা জাগো নাটকের মধ্যদিয়ে টিভি নাটকে অভিনয় শুরু। তার অভিনিত নাটকগুলো হলো- ফিরে এসো, দুই টাকার প্রেম, ফেসলক, আলো যখন অন্ধকারে, ভালবাসা রঙ বদলায় ইত্যাদি। এছাড়া আশিষ মুখোপাধ্যায় ও মাহফুজুর রহমান প্রযোজনায় বাংলাদেশে টেলিভিষণে নির্মিত শিশুতোষ নাটক আত্মত্যাগ, ময়নার কথা, আশার আলো। এছাড়াও রোটার্যাক্ট ক্লাব অব রোয়েল সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক, সিনিয়র রোভার মেট সাতক্ষীারা দিবা-নৈশ কলেজ, চাইল্ড এন্ড অল্ড এইজ কেয়ারের জেলা সমন^য়ক ,যুগ্ন- সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ,সাতক্ষীরা উদীচি শিল্পগোষ্ঠী, কার্যনির্বাহী সদস্য,কান্ট্রি ভিশনের ক্যাম্পাস এম্ব্যাসিডার, সাতক্ষীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনে তিনি দায়িত্বরত আছেন।