লুৎফর নিকারী হত্যা মামলায় ১০ দিনের প্যারোলে জামিন পেলেন তালার ভাইস চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট :
সাতক্ষীরার তালায় আলোচিত লুৎফর নিকারী হত্যা মামলায় ১০ দিনের প্যারোলে জামিন প্রাপ্ত হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মফিজুর রহমানের বেঞ্চে জামিন পান তিনি। সন্ধ্যা ৬ টার দিকে তিনি মুক্তি পান।
প্রকাশ, গত ১৭ আগষ্ট রাতে তালার নলবুনিয়া বিলে সরকারি খালে মাছ ধরার সময় সরদার মশিয়ারের মাছের ঘেরে মাছ চুরির অভিযোগ তুলে সেলিম নিকারীকে মারপিট করে সরদার মশিয়ার, তুহিন শেখ ও রনি বিশ্বাস। সংবাদ পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে লুৎফর নিকারীর বুকে লাথি মারেন সরদার মশিয়ার।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। সন্ত্রাসী বাহিনী গঠন করে উপজেলা জুড়ে তান্ডব সৃষ্টি ও হত্যায় জড়িত থাকায় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পদ থেকে সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এরপর ২৩ আগষ্ট সরদার মশিয়ার রহমানের বড় ভাই সরদার গোলজার বাদী হয়ে সাতক্ষীরা আদালতে নিহতের ছেলে হত্যা মামলার বাদী, স্বাক্ষী ও গ্রামবাসীর বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন।মামলাটি তালা থানার ওসিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন বিচারক।
Please follow and like us: