সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে নেতৃবৃন্দের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-০১ এর নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পানি উন্নয়ন বোর্ড-০১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের এর সাথে সাতক্ষীরাবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম মহিলা সম্পাদিকা পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, মাস্টার রফিকুল ইসলাম, এস.এম আবুল কালাম, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, প্রভাষক মো. কামরুজ্জামান মো. নুরুল হক, শফি আহমেদ প্রমুখ। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড-০১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ‘সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে একনেকে পাশ হওয়া ৪শ’৭৫ কোটি টাকার প্রকল্পের কাজ হলে সাতক্ষীরায় আর জলাবদ্ধতা থাকবেনা এবং মানুষ পানিবন্দী হবেনা। শাঁখরা কোমরপুর সুইচ গেটের জন্য নতুন ডালা দু’একদিনের মধ্যে সাতক্ষীরায় পৌছাবে। সাতক্ষীরার খালগুলি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন শুরু হবে বলে জানান তিনি।’
এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনে জেলার নাগরিকদের পানিবন্দী দূর্বিসহ জীবন থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।’ এসময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা/পিএম