প্রতাপনগরে রাস্তা সংস্কারে পরামর্শ সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্লাবনে ভেঙ্গে যাওয়া রাস্তা সংস্কার বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতাপনগর গড়ইমহল খালের কালভার্টের পাশের কার্পেটিং রাস্তা নদীর পানির প্রচন্ড ¯্রােতের তোড়ে নষ্ট হয়ে গেছে। সড়কটি সংস্কার এর জন্য ঘের মালিক ও গণ্যমান্য মানুষের সাথে আহুত পরামর্শ মিটিং-এ উপস্থিত সকলে খোলামেলা আলাপ করেন। প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন বলেন, অতি বৃষ্টি ও প্রবল জোয়ারে পুনরায় রিং বাধ ভেঙ্গে কাদাকাটি জিসি হতে প্রতাপনগর জিসি পর্যন্ত প্রায় ৩০/৩২ কি:মি: রাস্তার মধ্যে প্রতাপনগর ইউনিয়নের ভিতরের রাস্তার অংশ খুবই নষ্ট হয়ে গেছে। এ রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কারকরা প্রয়োজন। রাস্তার সংস্কার প্রসঙ্গে তিনি দিকনির্দেশনা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাসের কথা বলেন।