তালায় অসচ্ছল পূজা মণ্ডপে অনুকূলে টাকা বিতরণ
জহর হাসান সাগর :
সাতক্ষীরা জেলা তালা উপজেলায় আজ(৭সেপ্টেম্বর) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদে শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত ৩৫৬১০৫ টাকা তালা উপজেলার ৭৩টি অসচ্ছল পূজা মন্ডপের অনুকুলে অর্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে এবং তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর উপস্হাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে হয় । এই সময় উপস্হিত ছিলেন পুজা উদযাপন পরিষদের নেতা নারায়ন মজুমদার,অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,মনোরন্জন মন্ডল,জয়ন্ত পাল,কার্তিক রায়তাপস ঘোষ,শকর ঘোষ প্রমুখ।সভার শুরুতে মেজর সি আর দত্তের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।সভায় স্বাস্হ্য বিধি মেনে আগামী শারদীয় দুর্গা পুজা করার নির্দেশনা দেয়া হয়।
Please follow and like us: