আশাশুনির বদরতলায় করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বদরতলায় রোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে আয়োজিত অনুষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ডিপরাইড ইউমেন এন্ড ইনফ্যান্ট ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডুইডো) প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে তৃতীয় বারের মতো এলাকার ৭টি গ্রামের মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ডুইডো’র সভানেত্রী মনিকা মল্লিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে ৩৮ জন কিশোর কিশোরীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান, সচেতনতামূলক লিফলেট ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। প্রধান অতিথির আলোচনায় নারী ও শিশু নির্যাতন, শিশু ও নারী পাচার, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী, আফরোজা পারভীন, বলরাম মল্লিক, অফিস সহায়ক আক্তর হোসেন, মৌমাছির সভাপতি মানিক চন্দ্র বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন।