জেলা গোয়েন্দা পুলিশের ইনন্সপেক্টর মহিদুলের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর তাঁর নিজ কার্যালয়ে সদ্য বদলীকৃত ডিবির ওসিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তার নতুন কর্মস্থলে আরো সফলতা কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো:আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো:সাইফুল ইসলাম, সাতক্ষীরা থানার ওসি আসাদুজ্জামান, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ অক্টোবর সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মহিদুল ইসলাম। দীর্ঘ ১১ মাস সাতক্ষীরা জেলার ডিবির ওসি হিসেবে মহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব ছিলেন।
দৈনিক সাতক্ষীরা/পিএম