আশাশুনিতে বিষয় ভিত্তিক ভার্চুয়াল মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিষয় ভিত্তিক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে দুপুর ১২.১৫ থেকে ১.২০ টা পর্যন্ত ভার্চূয়াল মতবিনিময় সভায় বাংলাদেশ ও বিশ^ পরিচয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিষয় ভিত্তিন আলোচনা পরিচালনা করেন, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন। আলোচনায় প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, সহকারী এলেনা খাতুন, সহকারী শিক্ষক আঃ কাদেরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অংশ নেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের উন্নয়ন সাধনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা ও মতবিনিময় করা হয়।
Please follow and like us: