আশাশুনিতে সাংবাদিকের জীবন নাশের হুমকী
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি প্রেসক্লাবে আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের মত বিনিময় সভায় মাদক নিয়ে আলোচনা করায় সাংবাদিক ফায়জুল কবীরকে মোবাইলে জীবন নাশের হুমকী দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে এ হুমকীদানের ঘটনা ঘটে।
শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের আফিল উদ্দীনের ছেলে মাদক স¤্রাট একাধিক মাদক মামলার আসামী এমদাদুল হক ও তার সহযোগীরা বহুদিন যাবৎ মাদক সেবনসহ বিক্রি করে আসছে। ইতিপূর্বে গোয়েন্দা পুলিশ, আশাশুনি থানা পুলিশ মাদকসহ কয়েকবার তাকে গ্রেফতার করেছেন। ঘূণিঝড় আম্পানের পর শ্রীউলা ইউনিয়নটি প্লাবিত হওয়ায় থানা পুলিশের যাতায়াতের ব্যবস্থা না থাকায় ইউনিয়নটিতে রমরমা মাদক চক্রের আড্ডা দেখা দিয়েছে। ৩ সেপ্টেম্বর মতবিনিময় সভায় এমন আলোচনা উপস্থান করায় পরদিন (শুক্রবার) সকাল ১০ঘটিকার সময় মোবাইল ফোনে “তুই জীবনেরমত খেয়ে নে, ২৪ঘন্টার মধ্যে তোর লাশ খুজে পাওয়া যাবে না। তোর জন্য আমাদের অনেকে ক্ষতি হয়েছে। ওসির মত বিনিময় সভায় মাদক নিয়ে আলোচনা করার সাহস তোকে কে দিয়েছে” এমন ভীতিকর হুমকীর পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি নিয়ে শ্রীউলা ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি সাংবাদিক ফায়জুল কবিরকে সকল নিরাপত্তা দেওয়ার কথা বলেন, মাদক নিয়ে আলোচনা করায় মোবাইল ফোনে হুমকী দাতাকে ব্যবস্থা নেওয়ায় কথা বলেন। এবং পাশাপাশি আশাশুনি থনাকে বিষয়টি অবহিত করার কথা বলেন। উল্লেখ্য শ্রীউলা ইউনিয়নের নামধারী পেশাদার মাদক সেবন ও ব্যবসায়ীদের মাদক সহ হাতেনাতে ধরে দৃষ্টান্ত মুলক শান্তি ব্যবস্থা করতে ওসি গোলাম কবিরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শ্রীউলা ইউনিয়নের সর্বস্তরের মানুষ।