শ্রীউলায় রিং বাঁধের কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার শ্রীউলায় ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকাকে রক্ষার্থে নির্মানাধীন রিং বাঁধের কাজ পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে তিনি এলাকা পরিদর্শনে যান।
উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ও প্রতাপনগরের কোলা ঘোলাসহ বিভিন্ন স্থানে পাউবো’র বেড়ী বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ২২ গ্রাম ও আশাশুনি সদরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে মাড়িয়ালা টু কোলা রিং বাঁধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রিং বাঁধের কাজ পরিদর্শন করতে গমন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। পরিদর্শনকালে এবিএম মোস্তাকিম বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পাউবো’র নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হয়েছে।
আমরা অতি দ্রুত রিং বাঁধের কাজ শেষ করব। বাঁধ শেষ হলে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী, কলিমাখালী (আংশিক), মাড়িয়ালা (আংশিক) ও প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়ার একটি অংশ বাইরে থাকবে ঠিকই, কিন্তু শ্রীউলার প্রায় ২০টি এবং আশাশুনি সদর ইউনিয়নের ১৪ গ্রামে জোয়ারের পানি ওঠা-নামা বন্ধ হয়ে জনভোগান্তি কমবে। যারা রিং বাঁধ এর বাইরে পানিবন্দি থাকবে তাদেরকে সরকারি সহযোগিতার মাধ্যমে সাময়িক ভাবে আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে ত্যাগ স্বীকার করে এগিয়ে আসতে হবে এবং কাজে সহযোগিতা করতে হবে। তাহলে এই এলাকা রক্ষা করা সম্ভব হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষক লীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।