মিলি-মোস্তাফিজের পর যুবলীগ নেতা মোশারফ গ্রেপ্তার
দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার পরানদহা গ্রামে অসহায় ট্রলি চালক আলমগীরের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় অবৈধ বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান (বস পাগল) ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলিকে গ্রেপ্তারের পর এবার ওই মামলারই অপর আসামী কুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দেবহাটা উপজেলার কুলিয়া এলাকা থেকে সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।মোশারফ হোসেন দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত দিদার সরদারের ছেলে এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। পাশাপাশি তিনি কুলিয়া ইউনিয়ন যুবলীগের বর্তমান সভাপতি।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সাতক্ষীরা বাসীর গলার কাটা খ্যাত বহুল বিতর্কিত ও অবৈধ ফেসবুক বেইজড সংগঠন বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী শাহনেওয়াজ পারভীন মিলির নেতৃত্বে সদর উপজেলার পরানদহা গ্রামের অসহায় ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হলে সোমবার ভুক্তভোগী আলমগীর বাদী হয়ে সদর থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা (নং-৭৮) দায়ের করেন।
বেস্ট টিমের আহ্বায়ক শাহনেওয়াজ পারভীন মিলি ও অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর ছাড়াও ওই মামলার দ্বিতীয় আসামী মোশাররফ হোসেন।
মামলায় মোশারফ হোসেনের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব ও নির্দেশনা দেয়ারও পাশাপাশি মুল্যবান কাগপত্র ও মালামাল লুটের অভিযোগ রয়েছে।
মোশারফ হোসেনকে গ্রেপ্তারের আগে মঙ্গলবার রাতে বিতর্কিত ও অবৈধ বেস্ট টিমের কথিত অ্যাডমিন মাদকাসক্ত মোস্তাফিজুর ও তার স্ত্রী মিলিকে সাতক্ষীরা শহরের বাসা থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে সন্ধ্যায় তাদের দুজনকে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে মোশারফ হোসেনকে গ্রেপ্তারের পরপরই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর বলেন, ইতোমধ্যেই মোশারফ হোসেনকে কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।