শ্যামনগরে ভারতীয় অবৈধ গরু আটক
আশিকুজ্জামান :
শ্যামনগর উপজলার কৈখালী সিমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ গরু আটক হয়ছ। ঘটনাসূত্রে জানাগেছে যে, গত ৩০ আগষ্ট ২০২০ রাত্র ৩ টার সময় গােপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিজিবি টহল কর্মকর্তা হাবিদার লিটন তালুকদার ১০ পিছ ভারতীয় অবৈধ গরু ও একটি নৌকা আটক করেন। সিমান্ত নদী রায় মঙ্গলের শাখা কচুখালী নামক স্থান থেকে গরুগুলা আটক করেন। ঐ সময় নৌকায় থাকায় পাচাকারীরা লাফিয়ে গহীন বন পালিয়ে যায়।
ক্যাম্প কমান্ডার সাহাদাৎ হােসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুগুলাে আটকের পর বসন্তপুর কাষ্টমসে পাঠানাে হয়েছে। এদিকে অবৈধ গরু আটকের পর কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামের আমজাত কয়ালের পুত্র আইজুল, নওশাদ কয়ালের পুত্র রফিকুল ওরফে নেদা, জাহার আলী কয়ালের পুত্র মামুন গত রাত দৌড়ে পালাতে থাকলে এলাকার কয়েকজন ব্যক্তি জিজ্ঞাসা করলে তারা বলে আমাদর গরু আটক করেছ। দয়া করে কারাের সাথে কিছু বলবেন না।
এলাকা ভিত্তিতে জানাগেছে যে, এরা সুদরবনের খালে বিষ প্রয়ােগ করে মাছ ধরা জন্য ২/৩ দিনের জন্য সুন্দরবনে প্রবেশ করে ডাকাতি করা, ভারত থেকে গরু সাথে অবৈধ মাদক আনা সহ প্রায় সময় (ধুড়) মানব পাচার করে থাকে।