ভেটখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অফিস কক্ষে চুরি
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে অবস্থিত ভেটখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি অফিস কক্ষে রবিবার রাত্রে চুরি সংগঠিত হয়েছে। এ বিষয়ে উক্ত সমিতির সভাপতি ভেটখালী গ্রামের জি,এম, আল ফারুকের পুত্র মোঃ শাহিদুজ্জামান লিয়ন শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সরজমিনে দেখা যায় , ভেটখালী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির দায়িত্বরত ব্যক্তিরা প্রতিদিনের ন্যায় রবিবার সমিতির অফিসে হিসাব শেষ করে রাত্র আনুমানিক ৯.৩০ ঘটিকার দিকে বাড়ীতে চলে যায়। সোমবার সকালে উক্ত সমিতির অফিস খুলে দেখা যায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি গভীর রাত্রে সমিতির অফিস ঘরের এ্যালবেষ্টারের চাল কেটে সমিতি ঘরের ভিতরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ভেঙ্গে নগদ ৩৪,৩৪০ / টাকা , সমিতির কাজে ব্যবহৃত একটি ল্যাবটব , যার আনুমানিক মূল্যে ৩৫,০০০/- হাজার টাকা , একজন কাপড় ব্যবসায়ীর রাখা প্যান্ড – ১৯ পিচ , বোরকা ১৫ পিচ , যার আনুমানিক মূল্যে ১৪,০০০/- হাজার টাকা এবং সমিতির কিছু প্রয়োজনীয় কাগজ পত্র চুরি করে এবং উক্ত সমিতি ঘরের আসবাব পত্র তচনছ করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত ০১ টি হাতুরী , ০১ টি লোহা কাটা ব্লেড ও ০১ টি স্কুরো ড্রাইভার পাওয়া যায়, যা ০৬ নং রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট জমা আছে। উক্ত সমিতির অফিস শ্যামনগর থানার এস,আই মোঃ মোস্তাফিজুর ও এ,এস,আই মাজহারুল পরিদর্শন করেন। এ বিষয়ে এস,আই মোস্তাফিজুর বলেন , তদন্ত পূর্বক চোরদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আপ্রান চেষ্টা করা হবে। চেয়ারম্যান শেখ আল মামুন বলেন , চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর ভবিষ্যতে যাতে করে ভেটখালী বাজারে চুরি না হয় সে ব্যাপারে দক্ষ নৈশ প্রহরি নিয়োগ দেওয়া হবে।
Please follow and like us: