ডুমুরিয়ায় জমিজমা সংক্রান্ত নিয়ে প্রকাশ্য একজনকে মাথা ফাটিয়ে হত্যা
আব্দুর রশিদ বাচ্চু
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া বেতাগ্রামে প্রকাশ্য দিবালোকে মোঃ মোক্তার গাজীর ছেলে সিরাজুল ইসলাম (৪০)কে ইট, লাঠিসোটা দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে মার্ডার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসামী ফুলমতি(৬০) ও তার ছেলে হাসান আলী(২২) কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনা স্হল থেকে আলামত হিসাবে ইট,বাশেঁর লাঠি,জুতা উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৩১ আগষ্ট) সকাল ৮টার দিকে মোঃ সিরাজুল গাজী (৪০), শাহাদুল গাজী (৩৫), আজহারুল গাজী (৩০) তিন ভাই মিলে তাদের ক্রয়কৃত জমির উপরে তার চাচাত ভাইয়েরা জোর পূর্বক বাঁশের চটার বেঁড়া দিচ্ছিল তখন তদের বেড়াঘেরা নিষেধ করলে আসামী ফুলমতি (৬০) ও তার সহযোগি ৪ ছেলে আসান আলী ও হোসেন আলী (২২),ইউনুছ আলী (১৭) তাদের উপর হামলা চালায় এবং পাশে থাকা বাশের লাঠি, ও ইট দিয়ে সিরাজুল ও শাহদুলের মাথায় আঘাত করেলে ঘটনা স্হলে রক্ত ক্ষরণ হয়ে সিরাজুল মারা যায়। অন্য ভাই গুরুতর আহত হয়ে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আসামীদ্বয় মৃত্যু বুঝতে পেরে আত্বগোপন করে। পরে পুলিশ আসামী ফুলমতি ও তার ছেলে হাসান আলীকে ডুমুরিয়া হাসপাতাল থেকে গ্রেফতার করে ডুমুরিয়া থানায় আটক রেখেছে।ঘটনা স্হল ডুমুরিয়া থানা পুলিশ, সি,আই,ডি পুলিশ কর্মকর্তাগন পরিদর্শন করেছেন।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জনান লাশ পোষ্টমোটেম করার জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। এবং আটক আসামীদের হত্যা মামলায় জেল হাজতে প্রেরণ করা হবে।
Please follow and like us: