আশাশুনিতে সেনা বাহিনী কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের চাবি হস্তান্তর
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে সেনা বাহিনীর তত্ত¡াবধানে নির্মীত ভোলানাথপুর আশ্রয়ন-২ প্রকল্পের চাবি হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চাবি হস্তান্তর করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার ভোলানাথপুর আশ্রয়ণ প্রকল্প-২ এর ভবন নির্মান সহ সকল কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত¡াবধানে নির্মান করা হয়। এ প্রকল্পের মাধ্যমে ১২ টি পাকা ব্যারাকে প্রত্যেকটিতে ৫টি করে ইউনিটে মোট ৬০ টি ঘর নির্মান করা হয়। ৬০টি ঘর ৬০ জন ভূমিহীনকে বরাদ্দ দেয়া হবে। সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের বাস্তবায়নে, নির্মানকারী ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর নির্মানকৃত ব্যারাকের চাবি হস্তান্তর করেন, ল্যা. কর্ণেল মো: শাহিনুল আলম। চাবি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, ইউপি চেয়ারম্যান আনুলিয়া আলমগীর আলম লিটন, আনুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউপি সদস্য নূর মোহাম্মদ মোল্যা উপস্থিত ছিলেন।