জাদু দেখিয়েই পড়া শেখান মাগুরার এই শিক্ষক
জাদু দেখতে কে না পছন্দ করে? ছোট থেকে বৃদ্ধ সবাই জাদুর মোহে আকৃষ্ট হয়। তবে কখনো কি শুনেছেন, জাদু দেখিয়ে শিক্ষার্থীদের পড়া শেখানোর কথা? তেমনি এক জাদুকর মাগুরা মহম্মপুরের পলাশ বাড়িয়া গ্রামের অরুপ কুমার গুহ। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি শিক্ষকতা করেন মাগুরা মহম্মদপুরের বালিদীয়া রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
নিজের ভালো লাগা ও ভালোবাসা থেকেই শিক্ষকতার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদেরকে দেখান জাদু। তবে তার প্রতিটি জাদুই শিক্ষণীয়। তার এইসব জাদু যেন প্রতিদিনই ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়। তিনি সবার কাছে হয়ে উঠেছেন প্রিয় এক জাদুকর। শিক্ষকতার পাশাপাশি যেটুকু সময় পান তিনি, জাদু দেখাতেই ছুঁটে যান মাগুরার নানা প্রান্তে। তার জাদু দেখে এলাকার সুধিজন, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তার নামের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘জাদুকর’ উপাধি।
এলাকায় এখন তিনি জাদুকর অরুপ নামেই বেশ পরিচিত। আর একারণেই তিনি হয়ে উঠেছেন মাগুরার মানুষের কাছে অতি পরিচিত মুখ। সময় সুযোগ পেলেই এই শিক্ষক জাদুর সামগ্রী নিয়ে ছুটে যান শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা অনুষ্ঠানে। তার জাদু দেখে যেমন আনন্দ পান দর্শক শ্রোতা, তেমনি আনন্দ পান তিনি। কেননা জাদু দেখানো যেন তার আনন্দ, ভালো লাগা ও শখে পরিণত হয়েছে।
যিনি জাদুর মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখান অংক, নানা রঙের নাম। এছাড়াও বিভিন্ন ফুল, ফল, পাখি, গাছ ও মাছের নাম শেখান। এর ফাঁকে ফাঁকে কোমলমতি শিশুদেরকে শোনান মুক্তিযুদ্ধের গল্প, লাল সবুজ পতাকার কথা, বঙ্গবন্ধুর গল্প। অরুপ কুমার গুহ প্রায় ৫০০ বেশি জাদু জানেন। শিক্ষকতার পাশাপাশি জাদু দেখানোই তার নেশা।
অরুপ কুমার গুহ এ বিষয়ে বলেন, আমাদের আগামী প্রজন্মই দেশের সম্পদ। তারা অনেক কিছুই শিখছে এটা ঠিক! কিন্তু আমার মনে হয় যেটা তাদের শেখা উচিত সেটাই তারা সবচেয়ে কম জানে! আমি তো শিক্ষকতা করি, পাশাপাশি জাদুও দেখাই। জাদু দেখাতে আমাকে নানা স্কুলে যেতে হয় এবং তখন এটা বেশ ভালোই উপলব্ধি করতে পারি। অবশ্য এটা তাদের দোষ না। আমরা কেউই এর দায় এড়াতে পারি না! এ জন্যই আমি জাদুর ফাঁকে ফাঁকে কোমলমতি শিশুদেরকে শোনাই মুক্তিযুদ্ধের গল্প, লাল সবুজ পতাকার কথা, বঙ্গবন্ধুর গল্প।
আমি মনে করি মনে করি একজন নাগরিক হিসেবে, এটা আমার একান্ত দায়িত্ব। অরুপ কুমার গুহ আরো বলেন, আমি জাদুশিল্পি জুয়েল আইচের ভীষণ ভক্ত। জাদুশিল্পে তিনি আমার কাছে আদর্শ। তার জাদু দেখেই আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই। আমার কাছে জুয়েল আইচ মানে, বিশ্ব বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ড। যে চোখের সামনে থেকে তাজমহল আর ট্রেন ভ্যানিস করে ফেলত।