কলারোয়ায় পুলিশি অভিযানে ফেনসিডিলসহ মহিলা আটক
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী এক নারীকে আটক করেছে। আটক হওয়া নারীর নাম রেবেকা খাতুন(৩২)।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াসের নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) বুরহান উদ্দিন, এসআই ও চন্দনপুর ইউনিয়ন বিট অফিসার ইস্রাফিল হোসেনের নেতৃত্বে এএসআই রকিবুল হাসান, এএসআই রফিকুল ইসলাসসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী রেবেকা খাতুনের বাড়ির গোয়ালঘর থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
ফেনসিডিল উদ্ধাররের এ ঘটনায় রেবেকা খাতুনকে আটক করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (যার নং – ১৯/২৬-৮-২০) দায়ের করা হয়েছে।
এদিকে, আটককৃতের এবং এলাকাবাসির তথ্য মতে থানার এসআই ও চন্দনপুর ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইস্রাফিল হোসেন জানান, উদ্ধারকৃত ২১৭ বোতল ফেনসিডিলের প্রকৃত মালিক চন্দনপুর এলাকার একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট নামে পরিচিত আজগর আলী।
তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আটকে জোর অভিযান অব্যাহত থাকবে।
তবে ফেনসিডিল উদ্ধারের সময় আটক হওয়া মহিলার স্বামী বাড়িতে ছিলেন না বলে থানা সূত্রে জানা যায়।
Please follow and like us: